ছাদবাগানের ১২ টি পণ্যের কম্বো প্যাকেজ

Original price was: 1,200৳ .Current price is: 999৳ .

ফোনে অর্ডার করতে কল করুন

+88 016 0686 4069

You may also like



No products were found for this query.

No products were found for this query.

ছাদবাগানের ১২ টি পণ্যের কম্বো প্যাকেজ

() কোকোপিটবীজ থেকে চারা গজানোর জন্য কোকোপিট খুব ভাল কাজ করে। সিড ট্রে তে কোকোপিট এর মধ্যে বীজ দিলে / দিন পর চারা গজায়। তাছাড়া গাছ লাগানোর আগে টবের মাটি রেডি করার সময় ২০কেজি মাটিতে ৫০০ গ্রাম কোকোপিট মেশাবেন।মাটির আদ্রতা ধরে রাখবে।গাছের গোড়া শক্ত হয়ে যাবেনা। ইনডোর এর যে কোনো গাছেও মিডিয়ার/মাটির সাথে মেশাতে পারেন। তাতে মাটি খুব হালকা হয়ে ঝুরঝুরে হয়। এছাড়া গাছ এর চারপাশে নিড়ানি দিয়ে খুচে কোকোপিট ছড়িয়ে দিতে পারেন এতে পানি ধরে রাখবে এবং গোড়ার মাটি ড্রাই হবেনা। গরম কালে এইটা খুব কার্যকর।

() ভার্মিকম্পোস্টসবচেয়ে উৎকৃষ্ট মানের জৈব সার। এতে গাছ এর গ্রোথ বাড়ে। প্রতি গাছ এর গোড়া খুচে গাছ এর চারপাশে ছড়িয়ে দিবেন মুঠ করে। ২০ দিন পর পর দিতে পারেন।

() নিম খইলএকই সাথে সার কীটনাশক। গাছের জন্য মারাত্মক উপকারী। এর তিতা এতই বেশি যে পোকা বা পিপড়া কাছে আসতে পারেনা। পিপড়া ধরা গাছ এটি দেওয়া যায়।গাছের গোড়ায় মুঠ করে দিলেই হবে মাসে বার।

() হাড়ের গুড়া + শিং কুচিগাছ ফুল ফল নিয়ে আসে, ম্যাগনেসিয়াম /ক্যালসিয়ামের অভাব পূরন করে। ১০ লিটার বালতিতে পানি নিয়ে এটি ঢেলে দিবেন এরপর ভাল ভাবে নেড়ে দিন রেখে দিয়ে পচাবেন। এর পর পানি টুকু ছেকে নিয়ে সেই পানি গাছ এর গোড়ায় দিবেন / মগ করে প্রতিটি গাছে। তলানি যা থাকবে পরে আবার পানি দিয়ে আবার দিন পচায়ে আবার গাছে দিবেন।এভাবে চলবে তলানি শেষ হওয়া পর্যন্ত। 

()সরিষার খইল (উপরের নিয়মেই)- / কেজি গুড়া ১০ লিটার পানিতে  সপ্তাহ ভিজায় রেখে তারপর গাছ এর গোড়ায়  শুধু / মগ পানি টুকু দিবেন। এরপর আবার পানি দিয়ে পচাবেন।

() নিম তেল: অতিরিক্ত তেতো স্বাদ এর জন্য  সকল ধরনের পোকা বা রোগ থেকে গাছ কে  দূরে রাখে। 

()ম্যানসার: গাছের পাতা বা কিনারা পুড়ে যাওয়া বা হলুদ হয়ে যায় এগুলা ছত্রাক এর কারনে হয়। 

চামচ নিমতেল+ চামচ ম্যানসার+ টাকার শ্যাম্পু একসাথে নিয়ে লিটার পানিতে একসাথে মিশিয়ে স্প্রে করে  দিবেন সারা গাছে, ১৫ দিনে বার করে।

  • গাছ ছত্রাকজনিত রোগ দূর হবে 
  • পাতার কিনারা বিবর্ন হয়ে যাওয়া,
  • পাতার চারপাশ পুড়ে যাওয়া,
  • পাতা হলুদ হয়ে যাওয়া
  • পোকার আক্রমন কমে যাবে

() ইপসম সল্ট: ফুল ফল ঝরে পড়া ,পাতা হলুদ হয়ে যাওয়া  এগুলার ওষুধ হিসেবে ইপসম সল্ট খুব ভাল কাজ করে। লিটার পানিতে ১০০ গ্রাম মিশিয়ে স্প্রে করে দিবেন সারা গাছে। মাসে দুইবার ব্যবহার করতে পারেন। 

 () ফ্লোরাএটি ভিটামিন। ফুল ফল নিয়ে আসে।কলি ঝরে পড়া কমায়। লিটার পানিতে চামচ মিশিয়ে ১৫ দিন পর  পর স্প্রে করতে হবে।

(১০) ইমিটাফগাছের পাতা কুকড়ে যাওয়া রোধ করে সাদা মাছি দূর করে মাকড় জাতীয় পোকা, মিলিবাগ কমায় লিটার পানিতে হাফ চা চামচ করে প্রথমে টানা দিন স্প্রে করবেন। এর পর  ১৫ দিন পর বিকালে স্প্রে করবেন।

(১১) রাসায়নিক সার  প্রায় প্রকার রাসায়নিক সার সঠিক অনুপাতে মিশিয়ে এই সার বানানো হয়। সকল ধরনের পুষ্টি উপাদান এর মধ্যে আছে।

গাছের গোড়া ভাল ভাবে খুচে, প্রতি ১৫ দিন পর পর চামচ সার টব এর কোনার দিকে চারিদিকে ছড়িয়ে দিবেন। 

👉 ১২ ইঞ্চি টব বা বড় গাছ এর জন্য এই মাপ। 

👉 / ইঞ্চি টব বা ছোট গাছ  এর জন্য  চামচ  করে। 

      তবে অবশ্যই রোদে রাখা গাছ যেমন সব্জি,ফল,ফুল গাছ দিতে হবে।

📌 ইন্ডোর এর গাছ দেওয়া যাবেনা এই সার

📌 বেশি পরিমান দেওয়া যাবেনা।

(১২) বায়ো ডার্মা অনুজীবউপকারী ছত্রাক।মাটির সাথে মিশে মাটি থেকে গাছ এর পুষ্টি উপাদান গ্রহনে সহায়তা  করে।  এটি যেকোনো পচনশীল জিনিস কে পচিয়ে সার বানায়ে ফেলে। ৩০ গ্রাম ট্রাইকোডার্মা . কেজি ফেলে দেওয়া সবজি বা গোবর বা যেকোনো পচনশীল জিনিস এর সাথে  ভালভাবে মিশায়ে  উল্টায় দিবেন সপ্তাহ পর পর।(উল্টানোর সময় পানি দিবেন / মগ করে প্রতিবার ) মাস পর সার হয়ে যাবে। বা গুড়াটা গাছ এর চারিদিকে ছড়িয়ে দিয়ে মাটি খুচে দিবেন। তাহলেও মাটিতে থাকা অনুজীব পুষ্টি পাবে।

কৃষিবিদ এর থেকে যেকোনো প্রয়োজনীয় পরামর্শ পেতে 01939-668463 এই নাম্বারে যোগাযোগ

Reviews

There are no reviews yet.

Be the first to review “ছাদবাগানের ১২ টি পণ্যের কম্বো প্যাকেজ”

Your email address will not be published. Required fields are marked *